দিরাই পৌর নির্বাচনে আ.লীগ-বিএনপির প্রার্থী চুড়ান্ত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০৯:০৩ পিএম

দিরাই পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিশ্বজিৎ রায় (বাঁয়ে) বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী (ডানে)।
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮শে ডিসেম্বর সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচন। ভাটি অঞ্চল খ্যাত দিরাই পৌরসভার চতুর্থ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।নির্বাচনকে সামনে রেখে বড় দুইদল আওয়ামী লীগ ও বিএনপি তাদের দলীয় প্রার্থী চুড়ান্ত করছে।
উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায় সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় কে আওয়ামী লীগ দলীয় চুড়ান্ত মনোনয়ন দিয়েছে। অপর দিকে উপজেলা বিএনপি দলীয় সূত্র জানায় পৌর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠিতা সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে চুড়ান্ত মনোনয়ন দিয়েছে।
উল্লেখ্য, দিরাই উপজেলা সদরের ১৭ টি গ্রাম নিয়ে পৌরসভা গঠিত হয়। পৌরসভায় বর্তমান ভোটার ২১ হাজার ৩ শ ৭৯ জন । এর মধ্যে পুরুষ ১০ হাজার ৫৫২ নারী ১০ হাজার ৮২৭।