আলফাডাঙ্গায় বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১১:১৬ পিএম

ছবি: ভোরের কাগজ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুডাইচ ইউনিয়নের ফলিয়া এলাকা থেকে বিরল প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার ফলিয়া গ্রামের মধ্যপাড়া অঞ্চলে একটি বাগান থেকে কিছুটা অসুস্থ অবস্থায় ওই গন্ধগোকুলটি উদ্ধার করা হয়।
এরপর উদ্ধারকৃত গন্ধগোকুলটি আলফাডাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের অধীনে চিকিৎসা দেয়া হয়। পরে ওই দিন সন্ধ্যায় সাড়ে ছয়টায় আলফাডাঙ্গা পৌর এলাকার শ্রীরামপুর গ্রামের একটি জঙ্গলে তা অবমুক্ত করা হয়।
গন্ধগোকুল এশীয় তালখাটাশ, ভোন্দর, লেনজা, সাইরেল বা গাছখাটাশ নামে পরিচিত। তালের রস বা তাড়ি পান করে বলে তাড়ি বা টডি বিড়াল নামেও এটি পরিচিত। গন্ধগোকুল বর্তমানে অরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গন্ধগোকুল নামে প্রায় বিলুপ্ত প্রজাতির প্রাণীটি শনিবার দুপুরে উপজেলার ফলিয়া এলাকার একটি মুরগির খামার থেকে মুরগি শিকার করে খাচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে প্রাণীটির ওপর হামলা চালায়। এসময় স্থানীয় কয়েকজন যুবকের হাতে অসুস্থ অবস্থায় ধরা পড়ে গন্ধগোকুলটি।
উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন বলেন, ‘আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিবেচনায় পৃথিবীর বিপন্ন প্রাণীর তালিকায় উঠে এসেছে এই প্রাণীটি। আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গন্ধগোকুলের বাস। বাংলাদেশের ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতি সংরক্ষিত। তাই এটি ধরা বা শিকার করা সম্পূর্ণ বেআইনি।’