লালমনিরহাটে ১১ কেজি ওজনের বিষ্ণুমুর্তি উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম

ছবি: ভোরের কাগজ
লালমনিরহাটে শাহীন হোসেন নামের এক কৃষকের বাড়ি থেকে প্রায় ১১ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে লালমনিরহাট সদর পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে জেলা সদর পুলিশের একটি চৌকস বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের শাহীন হোসেনের বাড়ি থেকে এই বিষ্ণুমূর্তিটি উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, ১০/১৫ দিন আগে শাহীন তার নিজ সূপারী বাগানে গোবর সারের রাখার গর্ত খুঁড়তে গিয়ে এই বিষ্ণুমূর্তি দেখতে পান। বিষ্ণুমূর্তিটি অনেক মূল্যবান ভেবে তার বাড়িতে লুকিয়ে রাখেন। পরে বিষয়টি স্থানীয় লোকজন জানতে পারলে তারা থানায় খবর দেন। পুলিশ মঙ্গলবার সকালে শাহিনের বাড়ি থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বিষটি নিয়ে শাহিন বা শাহিনের বাড়ির কাউকে আটক বা গ্রেপ্তার করেনি পুলিশ।
লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের ভোরের কাগজকে জানান, বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু বিষ্ণুমূর্তিটির বর্তমান মূল্য কত হবে এ ব্যাপারে সে বিষয়ে কারো কোনো ধারণা নেই।