×

সারাদেশ

শ্রমিক দলের কমিটি নিয়ে দন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

Icon

খোরশেদ আলম, শেরপুর থেকে

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম

শ্রমিক দলের কমিটি নিয়ে দন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ, আহত  ১০

ঝিনাইগাতীতে শ্রমিকদলের পকেট কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল - ভোরের কাগজ

   

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা শ্রমিক দলের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনা ঘটে ঝিনাইগাতী উপজেলা সদরের মেইন সড়কে, যেখানে শ্রমিক দলের বর্তমান আহ্বায়ক কমিটির এক নেতার মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।"

জানা গেছে, শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি শওকত আহমেদ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন স্বাক্ষরিত একটি কমিটির মাধ্যমে সেলিম আহমেদ জীবনকে আহ্বায়ক এবং অনিক সরকারকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। এই কমিটিতে সিনিয়র নেতাদের সম্মানজনক স্থানে না রাখার অভিযোগ তোলেন উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক মোল্লাসহ অন্যান্য সিনিয়র নেতারা।

এ নিয়ে গত কয়েকদিন ধরে পদবঞ্চিত সিনিয়র নেতাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার রাত ৩টার দিকে শেরপুর জেলা কমিটির আহ্বায়ক কমিটির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলে হামলা করে পদবঞ্চিত নেতাকর্মীরা, যার ফলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে আমিনুল ইসলাম ও আব্দুর রহিমকে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসার পর চলে যান।

এই ঘটনার প্রেক্ষাপটে শ্রমিক দলের কমিটিতে পদবঞ্চিত সিনিয়র নেতাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। শুক্রবার বিকালে এমদাদুল হক মোল্লার নেতৃত্বে শ্রমিকদলের শতাধিক নেতাকর্মি ঝাড়ু মিছিল করেন। এ সময় এমদাদুল হক ও সিনিয়র নেতা শহিদুল ইসলাম অভিযোগ করেন, শেরপুর জেলা কমিটির সভাপতি মোটা অংকের টাকার বিনিময়ে কমিটি দিয়েছেন। তারা এ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন না করা হলে বিভিন্ন আন্দোলনের ঘোষণা দেন।

শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি শওকত আহমেদ বলেন, পদবঞ্চিত হলেই দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ তোলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার পুলিশ হস্তক্ষেপ করে এবং ফায়ার সার্ভিসের লোকজন জ্বলন্ত মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App