মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে দুই ট্রলারের সংঘর্ষ

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৪:১১ পিএম

মেঘনা নদীর পাড়ে দুই ট্রলারের সংঘর্ষ। ছবি: ভোরের কাগজ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কোদাইল্লা চর এলাকায় মাঝ নদীতে দুইটি মাছ ধরার ট্রলারের সংঘর্ষে রেজু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। রেজু মিয়া কুমিল্লার মেঘনা উপজেলার হরিপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছু অপরিচিত জেলে তাদের মাছ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে রেজু মিয়া ট্রলার থেকে পড়ে নদীর স্রোতে ভেসে যান। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান না পেয়ে চালিভাঙ্গা নৌপুলিশকে অবগত করেন। নৌপুলিশ তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানালে ফাঁড়ির পুলিশ দল ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
নিখোঁজ রেজু মিয়ার ছেলে বাবুল হোসেন জানান, ‘আমার বাবার সঙ্গে নজরুল ইসলাম ও মাজা ছিল। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারা নদীতে মাছ ধরতে বের হন। সারাদিন মাছ ধরে গভীর রাতেও বাড়ি ফেরেননি। বাবার সঙ্গে থাকা দুজন সংঘর্ষের ঘটনা সম্পর্কে জানিয়েছে এবং ঘটনার সত্যতা পাওয়া গেছে। যদি বাবাকে খুঁজে না পাওয়া যায় তাহলে থানায় অভিযোগ দায়ের করবো।’
এ বিষয়ে চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজামগীর জাহান ভোরের কাগজকে বলেন, ‘এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি সম্পর্কে আরো আপডেট দেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।’