×

সারাদেশ

গোপাল বিড়ি ফ্যাক্টরির শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদ

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১১:০০ পিএম

গোপাল বিড়ি ফ্যাক্টরির শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদ

ছবি: ভোরের কাগজ

   

খুলনা বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের নারায়নপুরে গোপাল বিড়ির ফ্যাক্টরির শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকরা এ মানববন্ধন পালন করেন। 

গত রোববার সকালে গোপাল বিড়ি ফ্যাক্টরির শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে মানববন্ধন করলে মালিকপক্ষের লোক শ্রমিকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন সাধারণ শ্রমিক আহত হন। পরবর্তীতে তাদের পরিবারকে নানানভাবে হুমকিও দেয়া হয়। 

প্রতিবাদে এদিন শ্রমিকরা ফ্যাক্টরির সামনে মানববন্ধন করতে চাইলে বাধা প্রদান করে মালিক পক্ষের লোকজন। পরবর্তীতে নির্যাতিত শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। 

শ্রমিকরা বলেন, বেতন ভাতা বৃদ্ধি দাবির যৌক্তিকতা আছে। আমরা দীর্ঘদিন ধরে মালিক মাহাজনদের জানাচ্ছি। কিন্তু মালিক কখনো আমাদের সমস্যা বুঝতে চান না, আর শুনতেও চান না। এজন্য আমরা মানববন্ধন করি। বাইরে থেকে ম্যানেজার ভাড়াটে সন্ত্রাসী এনে আমাদের ওপর হামলা চালায়। হামলা চালিয়ে আবার তারাই আমাদের নামে থানায় অভিযোগ করার হুমকি দিয়েছে। মহিলা শ্রমিকদেরও নানা সময় হেনস্তা করেছে মালিক পক্ষের লোক। 

তারা বলেন, শ্রমিকদের ন্যায্য বেতন দিচ্ছে না কর্তৃপক্ষ। একটি বিড়ি ফ্যাক্টরি যে নিয়মে চলার কথা, সে নিয়মে চলছে না। শ্রমিকদের ঠকিয়ে চলছে গোপাল বিড়ি ফ্যাক্টরি কর্তৃপক্ষ। গ্রামের লোকজন প্রতিবাদ করলে সব সময় হুমকি-হয়রানি করে তারা। মালিক রাহুল অধিকারী নির্বাচন করার সময় জোরপূর্বক প্রচারণায় নিয়ে যেতো। কেউ না যেতে চাইলে গালিগালাজসহ হুমকি ধামকিও দিয়েছে। 

শ্রমিকরা দাবি জানিয়ে বলেন, আমাদের ওপর নির্যাতন বন্ধ করে সঠিক প্রাপ্য বুঝিয়ে দেয়ার এখন সময়। শ্রম আইন অনুসারে শ্রমিকদের বেতন এবং সুযোগ সুবিধা দিতে হবে। তবে এ বিষয়ে ফ্যাক্টারির মালিক পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোনে কাউকে পাওয়া যায়নি।  


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App