×

সারাদেশ

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৪:১২ পিএম

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা

ছবি: ভোরের কাগজ

   

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

সত্যের পক্ষে  লড়বে, নতুন সাজে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব গড়বে এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৮ অক্টোবর) সকালে কলেজ রোডে অবস্থিত চুয়াল্লিশের মোড় সংলগ্ন উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবকে বেগবান ও গতিশীল করার লক্ষ্য নিয়ে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শামীমের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কবীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসাদুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক হাসিবুল হাসান জুয়েল, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের তুহিন, কার্যনির্বাহী সদস্য রবিদুল ইসলাম ও শাকিল মাহমুদ প্রমুখসহ অনেকে। সভায় বক্তারা উপজেলা প্রেসক্লাবকে আগামী দিনে আরো বেগবান ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। 

এসময় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। দেশ ও জাতির কল্যাণে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও এ দায়িত্ব পালন করে যাবে। এছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা। এর আগে মতবিনিময় সভায় বিগত সভার আলোচ্য বিষয় ও কার্যবিবরণী পাঠ করা হয়। সবশেষে এক নৈশভোজের মধ্য দিয়ে সভার পরিসমাপ্তি ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App