×

সারাদেশ

সাংবাদিকের ওপর হামলা, গুরুতর আহত হয়ে হাসপাতালে

Icon

এম কে রানা, বরিশাল থেকে

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৯:৩৩ পিএম

সাংবাদিকের ওপর হামলা, গুরুতর আহত হয়ে হাসপাতালে

ছবি: ভোরের কাগজ

   

ভোলার প্রেসক্লাবে হামলার শিকার হয়েছেন দৈনিক ভোরের কাগজের ভোলা প্রতিনিধি এইচ.এম. নাহিদ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কালবেলা পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে এনটিভির প্রতিনিধি আফজালের সঙ্গে বাগবিতণ্ডার পর এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার সূত্রপাত হয় নাহিদ ও আফজালের মধ্যে কথাকাটাকাটির মধ্য দিয়ে। বাগবিতণ্ডার কিছুক্ষণ পর, আফজালের শ্যালকসহ কয়েকজন বহিরাগত প্রেসক্লাবে ঢুকে নাহিদের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে আফজাল চেয়ার দিয়ে নাহিদের মাথায় আঘাত করেন। এসময় নাহিদের শ্যালকের ওপরে হামলা চালানো হয়।

নাহিদের পরিবার জানিয়েছে, এই হামলায় নাহিদের মাথায় গুরুতর আঘাত লেগেছে। ফলে তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, নাহিদের অবস্থা গুরুতর, তবে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, নাহিদের শ্যালকের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এই হামলার ঘটনায় উপস্থিত সাংবাদিকরা হতবাক হয়ে যান। তাদের ভাষ্যমতে, হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়। বিভিন্ন মহল থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। ইতোমধ্যে সাংবাদিক ও সাধারণ মানুষ এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

আরো পড়ুন: স্বামীর লাথির আঘাতে স্ত্রীর মৃত্যু

হামলাকারী আফজালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। নাহিদের পরিবার এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।

ভোলা প্রেসক্লাবের বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক এটিএন বাংলার প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন জানিয়েছেন, নাহিদের উপর হামলার ঘটনায় সন্ধ্যায় সকল সদস্যদের দাবির প্রেক্ষিতে হামলাকারী আফজালকে ভোলা প্রেস ক্লাব থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App