×

সারাদেশ

সালথায় মাদ্রাসার টাকা আত্মসাৎ! সাবেক সভাপতি ও সুপারের বিরুদ্ধে অভিযোগ

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৪:৫৬ পিএম

সালথায় মাদ্রাসার টাকা আত্মসাৎ! সাবেক সভাপতি ও সুপারের বিরুদ্ধে অভিযোগ

ছবি: ভোরের কাগজ

   

ফরিদপুরের সালথা উপজেলার পশ্চিম বিভাগদি আব্বাসিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম এবং সাবেক সুপার মো. মাহফুজুর রহমানের বিরুদ্ধে মাদ্রাসার ফান্ড থেকে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মাদ্রাসার বর্তমান সুপার (ভারপ্রাপ্ত) আবু নাছের আহমদ ও অন্যান্য শিক্ষকরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসার সাবেক সুপার মো. মাহফুজুর রহমান ২০১৮ সালের ৬ মে দায়িত্ব নেন এবং বর্তমানে কমলেশ্বদী শাহরুল লাইলা আলিম মাদ্রাসায় প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন। সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম একজন সাংবাদিক, তিনি দৈনিক সমকাল ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সালথা-নগরকান্দা প্রতিনিধি এবং বিভাগদি শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের কম্পিউটার অপারেটর।

শিক্ষকদের অভিযোগ, নতুন সুপার দায়িত্ব নেয়ার পর মাদ্রাসার ব্যাংক হিসাব খতিয়ে দেখেন এবং অগ্রণী ব্যাংক নগরকান্দা শাখা ও সোনালী ব্যাংক সালথা বাজার শাখায় কোনো অর্থ নেই বলে জানতে পারেন। শিক্ষকদের দাবি, সাবেক সুপার মাহফুজুর রহমান ও সভাপতি সাইফুল ইসলামের যোগসাজশে মাদ্রাসার ২ লাখ ৫৬ হাজার টাকা তুলে আত্মসাৎ করা হয়েছে। এ টাকা মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাবেও দেখানো হয়নি।

বর্তমান সুপার আবু নাছের আহমদ বলেন, ‘ব্যাংকের টাকা নয়ছয় হওয়ার ঘটনা সত্য, ব্যাংক স্টেটমেন্টে সবকিছু স্পষ্ট রয়েছে। এছাড়াও জানুয়ারির ২ তারিখে ক্রীড়া মন্ত্রণালয় থেকে আসা ৫০ হাজার টাকাও সাবেক সভাপতি তুলে নিয়েছেন।’

অন্যদিকে, সাবেক সুপার মাহফুজুর রহমান আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো টাকা আত্মসাৎ করিনি, এর বিচার আল্লাহ করবেন। আমি মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে ব্যক্তিগত খরচ করেছি এবং কাজ করে গেছি। মূলত, প্রেক্ষাপট পরিবর্তনের কারণে আমার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে।’

সাবেক সভাপতি মো. সাইফুল ইসলামও অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি সভাপতি হিসেবে যোগদানের সময় মাদ্রাসার ফান্ডে মাত্র ১১ শ টাকা ছিল। আমি কেন পেছনের টাকার দায় নেব? ক্রীড়া মন্ত্রণালয়ের টাকা থেকে স্পোর্টস বাবদ ৩০ হাজার টাকা বকেয়া পরিশোধ করেছি এবং মাদ্রাসার অন্যান্য খরচও করেছি। আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’

আরো পড়ুন: মণ্ডপ থেকে ফিরে বমি, হাসপাতালে নেয়ার পর ২ তরুণীর মৃত্যু

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান বালী বলেন, ‘শিক্ষা অফিসের মাধ্যমে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত শেষে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App