×

সারাদেশ

পানির তোড়ে বিলীন হলো গ্রামের সব মাটির ঘড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০১:২৪ পিএম

পানির তোড়ে বিলীন হলো গ্রামের সব মাটির ঘড়

ছবি: সংগৃহীত

   

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনকালি বাগপাড়া মরিয়ম নগর মিশন এলাকায় টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মাটির ঘরগুলো পানির তোড়ে বিলীন হয়ে গেছে। ৬০ বছরের বৃদ্ধা মিথিলা ও তার মতো অনেকেই হারিয়েছেন সবকিছু। মিথিলা জানান, জীবনে এত পানি কখনো দেখিনি। এক মুহূর্তের মধ্যে সব শেষ। মাটির ঘর ভেঙে আমার ওপর পড়ে, কোনোভাবে প্রাণে বেঁচেছি, কিন্তু এখন খাব কী, থাকব কোথায়—কিছুই জানি না।

৪ অক্টোবর ভোর থেকেই টানা বৃষ্টিতে শেরপুরের মহারশী নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। ঝিনাইগাতী উপজেলায় ভয়াবহ পাহাড়ি ঢল গ্রাস করেছে বহু ঘরবাড়ি। বনকালি বাগপাড়া মরিয়ম নগর মিশন এলাকার গারো পাড়ার প্রত্যেকটি মাটির ঘর ধসে পড়েছে। সোমবার (৭ অক্টোবর) পানি কিছুটা কমে যাওয়ার পর চারপাশে ক্ষতির চিহ্ন ফুটে উঠেছে।

মিথিলার মতোই বিপর্যস্ত রুবেলও। তিনি জানান, তার সবজি বাগান ও ঘরবাড়ি ঢলের পানিতে ভেসে গেছে। পানির এক ধাক্কায় এই গ্রামের যত মাটির ঘর ছিল সব শেষ হয়ে গেছে। এক গলা পানি উঠেছিল ঘরে, কখনো এমন পরিস্থিতি দেখিনি। আমাদের সবকিছুই পানিতে বিলীন হয়ে গেছে, বলেন তিনি।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় শেরপুরের জেলা প্রশাসকের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা আসার পরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন: শেরপুরে কমছে নদ-নদীর পানি, বন্যায় নিহত বেড়ে ৮

সরকারি সহায়তার আশায় গ্রামবাসী অপেক্ষায় থাকলেও তাদের মধ্যে এখনো অনিশ্চয়তা আর হতাশার ছায়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App