বিপৎসীমার ওপরে তিস্তার পানি, আতঙ্কে নদী পাড়ের মানুষ

স্বপন কুমার দে, হাতীবান্ধা (লালমনিরহাট)
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৯ এএম

ছবি: সংগৃহীত
পাহাড়ি ঢল আর কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি প্রবাহ ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ডুবে গেছে লালমনিরহাটের নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতে। পানির চাপ বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারেজের গতকাল ৪৪টি গেট খুলে দিয়েছে। বন্যা ও ভাঙন আতঙ্কে দিন পার করছে নদীপাড়ের হাজারও মানুষ।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টা হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৭ মিটার, যা বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। শনিবারে লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ৯ ইউনিয়নে প্রায় ৪ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানায়, আরো বৃষ্টিপাত হলে তিস্তার পানি বৃদ্ধি পাবে। উজানের ঢল ও ভারী বর্ষণে নদী তীরবর্তী এলাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। সবজি ক্ষেত ডুবে আছে বন্যার পানিতে। দীর্ঘ সময় ডুবে থাকলে এসব ফসলের মারাত্মক ক্ষতির শঙ্কা রয়েছে।
ভারতের সিকিমে উৎপত্তিস্থল থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা নদী। নদীর বাংলাদেশ অংশের উজানে ফারাক্কা বাঁধ নির্মাণ করে তিস্তা পানি নিজেদের স্বার্থে ব্যবহার করছে প্রতিবেশী দেশ ভারত। বর্ষাকালে অতিরিক্ত পানি ফারাক্কা গেট খুলে বাংলাদেশ অংশে ছেড়ে দেয়া হয়। একইভাবে শুষ্ক মৌসুমে গেট বন্ধ করে বাংলাদেশকে মরুভূমি করে তিস্তার পানি একক ব্যবহার করছে ভারত সরকার। উজানের ঢল ও ভারী বর্ষণে তিস্তার পানি ব্যাপকভাবে বেড়েছে।