তিস্তার পানি বাড়ছে, বন্যার ঝুঁকিতে নীলফামারীর হাজার হাজার মানুষ

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হুহু করে বাড়ছে তিস্তার পানি। ফলে, বন্যার আশঙ্কায় রয়েছে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ।
জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী, বৈশপুকুর, পাগলপাড়া, গয়াবাড়ি, তিতপাড়া, পূর্ব চাতনাই গ্রাম এবং জলঢাকা উপজেলার শৈলমারী, বালাপাড়া, দৌয়াবাড়ি গ্রামসহ তিস্তা নদী ভিত্তিক কয়েকটি এলাকা পরিদর্শন করে দেখা গেছে, এসব এলাকায় নিচু এলাকা গুলো বন্যার ঝুঁকিতে রয়েছে।
জেলার ডিমলা উপজেলার পাগলপাড়া গ্রামের আব্দুর রউফ (৫০) বলেন, গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নীলফামারী শহর থেকে এলাকাগুলো খুবই নিচু। ফলে ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তা নদীভিত্তিক প্রায় ৩০টি গ্রাম আবারো বন্যার ঝুঁকিতে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড, ডালিয়া, নীলফামারীর বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির স্তর বিপদসীমা নিচে থাকলেও, দ্রুতই তা অতিক্রম করতে পারে।
নীলফামারীর ডালিয়া বিভাগের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফ উদ দৌলা বলেন, টানা ভারি বর্ষণে তিস্তা নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এরফলে তিস্তাভিত্তিক নিম্নাঞ্চল বন্যার ঝুঁকিতে রয়েছে। নদীর কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের সতর্ক থাকতে এবং সম্ভাব্য বন্যার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেয়া হয়েছে।
তবে ডিমলা ও জলঢাকা উপজেলার নিচু এলাকার হাজার হাজার মানুষ বন্যার আতঙ্কে রয়েছে। কারণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় বন্যার সময়ে এসব এলাকায় খাবার পানিসহ নানা সংকট দেখা যায়।