সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় দুই গাড়ি চাপায় নিহত দুই

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম

প্রতীকী ছবি
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একই স্থানে দুই গাড়ি চাপায় মো. জসিম উদ্দিন (৩৮) এবং মো. মিজানুর রহমান (৬০) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত আটটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকার কেডিএস লজিস্টিক এর সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে । নিহত জসিমের বাড়ি খুলনা জেলায় এবং মিজানুর রহমান সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকার আম্বিয়া বাড়ির নুরুল আমিন প্রকাশ ভোছন এর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাজায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী অজ্ঞাত একটি ট্রাক চাপা দিলে মো. জসিম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন । নিহত জসিম একজন সিএন্ডএফ কর্মকর্তা। তার বাড়ি খুলনা হলেও তিনি চাকরির সুবাদে দীর্ঘদিন নগরীর হালিশহর এলাকায় বসবাস করতেন। অপরদিকে একই সময়ে ও একই স্থানে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হন। তিনি কেডিএস লজিস্টিকে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
আরো পড়ুন: সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে কারাগারে প্রেরণ
জানা যায়, গার্ড মিজানুর রহমান ডিউটি শেষ করে বাড়ি যাওয়ার প্রাক্কালে মহাসড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন । এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মিজানুর রহমানের স্ত্রী ঝর্না আক্তার।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়ক পার হওয়ার সময় পৃথক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয় স্থানীয়রা অন্যজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি তবে স্থানীয়দের হাতে মাইক্রো বাসটি আটক হলেও পরে সেটিও পালিয়ে যায় বলে তিনি জানান । এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।