মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ এএম

ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজের কাছে পোষাক শিল্পের শ্রমিক বহনকারী বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ নারী পোষাক শ্রমিক নিহত হয়েছেন বলে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মানিকগঞ্জগামী তারাসীমা গার্মেন্টসের শ্রমিকবাহী বাস( ঢাকা মেট্রো জ-১১-০২৪২) ও একটি ট্রাকের(ঢাকা মেট্রো ট- ২০-৭৭৯০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৩ জন নারী শ্রমিক নিহত এবং ৮-১০ জন আহত হয়েছেন।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন ও অফিসার ইনচার্জ মো. ইব্রাহিমের সাথে মোবাইলে কথা বলে জানা গেছে, দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টসের শ্রমিকবাহী বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে এবং ট্রাকটি খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় শিবালয় উপজেলার ঝিকুটিয়া গ্রামের নূরু খানের মেয়ে ফুলমতি (৩৫), সমেজঘর তেওতা গ্রামের আইয়ূব আলীর মেয়ে সাবিনা আক্তার(২২) ও নারায়ণ তেওতা এলাকার আব্দুল মজিদ খানের মেয়ে বিথী আক্তার(৩৫) নিহত হয়েছেন। বাস ও ট্রাকের চালকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরো পড়ুন: নামাজ পড়ানো নিয়ে ভাতিজার থাপ্পড়ে চাচার মৃত্যু
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনায় হাসপাতালের ইমারজেন্সি বিভাগে আনার আগেই ৩ জন মারা গেছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।