মাইক্রো প্যাথ এন্ড হসপিটাল নতুন ভবনে স্থানান্তরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম

ছবি: ভোরের কাগজ
আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আরো একধাপ এগিয়ে গেল মুরাদনগরের সবচেয়ে পুরাতন প্রাইভেট হসপিটাল মাইক্রো প্যাথ নতুন নতুন আধুনিক সব ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা ও বিদ্যুৎ ছাড়া ৫০০ এম এ জাপানি এক্স রে মেশিন দ্বারা এক্স রে করা হয়। সার্জারিতে সর্বাধুনিক মেশিন সংযোজিত করে সরকারি হাসপাতাল সড়কের পূর্ব পাশে আবদুস সামাদ টাওয়ারে স্থানান্তরিত করা হয়। আর এই নতুনত্বের আঙ্গিকে মনোরম পরিবেশে সাজিয়ে তোলা হয় ভবনের নীচ হতে চতুর্থ তলা পর্যন্ত। ২৫ শে সেপ্টেম্বর দুপুরে স্বনামধন্য চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
আরো পড়ুন: নামাজ পড়ানো নিয়ে ভাতিজার থাপ্পড়ে চাচার মৃত্যু
এতে দোয়া পরিচালনা করেন মাওলানা আমজাদ হোসাইন, দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন শিশু বিশেষজ্ঞ আবদুল্লাহ আল মামুন, এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও হসপিটালের পরিচালক মো. বোরহান উদ্দিন আহমেদ, পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী অরুপ নারায়ণ পোদ্দার, ডিরেক্টর মো. মনির হোসেন, পরিচালক ছেনু মিয়া, জাহাঙ্গীর আলম খোকন, মো. এরশাদ মিয়া, মো. দেলোয়ার হোসেন ইতালী প্রবাসী ডিরেক্টর আবুল কালাম আজাদ, ইতালি প্রবাসী ডিরেক্টর সামছুউদ্দীন বুখারী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাতেন সরকার, বিএনপি নেতা মাসুদ, সোনালী ব্যাংকের কর্মকর্তা আক্তার হোসেনসহ বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।