মধ্যনগর থানায় নতুন ওসির যোগদান

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ পিএম

নতুন ওসি মো. সজীব রহমানকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে মধ্যনগর প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
সুনামগঞ্জের মধ্যনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. সজীব রহমান।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তিনি নতুন কর্মস্থল মধ্যনগর থানায় যোগদান করেছেন।
এর আগে তিনি শেরপুর জেলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
সজীব রহমান ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম ও বেড়ে ওঠা। তিনি নেত্রকোণা সরকারি আঞ্জুমান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, আবু আব্বাস ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
মধ্যনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সজীব রহমান বলেন, মানুষের সেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি। মধ্যনগর থানার মহিষখলা সীমান্তের চোরাচালান, সন্ত্রাস, মাদক, হাট-বাজারসহ নৌপথে চাঁদাবাজি নির্মূলে আমাদের অভিযান সবসময়ই চলমান থাকবে। তবে এতে সর্বস্তরের জনগণের সহযোগিতাও প্রয়োজন।
এদিকে নতুন ওসি মো. সজীব রহমানকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে মধ্যনগর প্রেস ক্লাব নেতৃবৃন্দ।