ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৯ পিএম

ছবি: সংগৃহীত
কুমিল্লার পাঁচথুবি ইউনিয়নের চানপুর ব্রিজ এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছেন। শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এই ইলিশ ভারতে পাচারের জন্য ৩৫টি বাক্সে করে নেয়া হচ্ছিল।
বিজিবের অপ্রত্যাশিত এ অভিযানে খবর পেয়েই পাচারকারীরা পালিয়ে যায়। জব্দ করা ইলিশের বাজারমূল্য আনুমানিক ৯ লাখ ৫২ হাজার টাকা। এই ইলিশ নিলামে বিক্রি করে অর্থ সরকারের কোষাগারে জমা দেয়া হয়েছে।
এটি গত ৫ দিনের মধ্যে কুমিল্লায় তৃতীয়বারের মতো ইলিশ জব্দের ঘটনা। এর আগে, ১৩ সেপ্টেম্বর রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় ৪৪০ কেজি ইলিশ আটক করা হয়েছিল। ১১ সেপ্টেম্বরও বুড়িচং উপজেলার সীমান্ত থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করা হয়েছিল।
বিজিবির সদস্যরা জানাচ্ছেন, যদিও তারা পাচারকারীদের ধরতে পারেনি, কিন্তু তারা দেশের সম্পদ রক্ষা করতে এবং এই ধরনের পাচার রোধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন। পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে, যাতে দেশের মৎস্যসম্পদ সুরক্ষিত থাকে।