২ হাতে ২ পিস্তল নিয়ে গুলি চালানো রুবেল রিমান্ডে

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৪ পিএম

ছবি: সংগৃহীত
রাজশাহীতে ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে ২ শিক্ষার্থী হত্যার ঘটনায় অভিযুক্ত জহিরুল হক রুবেল (৪১) ৫ দিনের রিমান্ডে রয়েছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সল তারেক এই আদেশ দেন।
রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল বোয়ালিয়া থানা পুলিশ। তবে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। শনিবার গভীর রাতে রাজশাহীতে আনা হলে রবিবার সকালে আদালতে হাজির করা হয়।
ওসি এসএম মাসুদ পারভেজ জানান, রুবেলের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র লুট, এবং বিস্ফোরক আইনে ৬টি মামলা রয়েছে। রিমান্ডের সময় তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে।
রুবেল রাজশাহীর চণ্ডিপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন। তিনি ২ বার সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করেন, তবে পরাজিত হন। তার বিরুদ্ধে জমি দখল, মাদক ব্যবসা, এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।
গত ৫ আগস্ট হাসিনা সরকার পতনের দিন ছাত্র আন্দোলন দমন করতে গুলি চালানোর ঘটনায় রুবেল অন্যতম আসামি। ভিডিওতে দেখা যায়, মাথায় হেলমেট পরে রুবেল দুই হাতে দুই পিস্তল নিয়ে নিরস্ত্র শিক্ষার্থীদের দিকে গুলি ছুড়ছেন। ওই হামলায় দুই শিক্ষার্থী নিহত হন—বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাকিব আনজুম এবং রাজশাহী কলেজের আলী রায়হান। হাসিনা সরকার পতনের পর অনেকের মতো রুবেলও আত্মগোপনে চলে যান, তবে র্যাব তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে।
আরো পড়ুন: শেখ হাসিনা, কাদেরের বিরুদ্ধে দুটি হত্যা মামলা
উল্লেখ্য, ২০১৮ সালে রুবেল এবং তার সহযোগীকে ১২ হাজার পিস ইয়াবা ও পিস্তলসহ কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গ্রেপ্তার করেছিল। তার পরিবারও রাজশাহীতে ক্ষমতাসীন দলের রাজনীতিতে সক্রিয় ছিল। তার ভাই সারোয়ার হোসেন ডাবলু ছিলেন ৭ নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি। ২০১৩ সালে টেন্ডারের টাকা নিয়ে সংঘর্ষে ডাবলু নিহত হন।