দিনাজপুরে শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুরের বিরুদ্ধে মামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ পিএম

ছবি: সংগৃহীত
দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনাজপুর কোতোয়ালি থানায় এই মামলা করেন সদর উপজেলার রাজবাটি এলাকার মো. ফাহিম ফয়সাল।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানিয়েছেন, মামলায় আসামির তালিকায় শেখ হাসিনা, ইকবালুর রহিমসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ রয়েছেন। এ ছাড়া, আরো কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী ফাহিম ফয়সাল উল্লেখ করেন, গত ৪ আগস্ট দিনাজপুর শহরের জেনারেল হাসপাতাল মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। তখন পূর্বপরিকল্পিতভাবে অস্ত্রধারী আওয়ামী কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। হামলায় অন্তত ৩০-৪০ জন আন্দোলনকারী আহত হন। বাদী নিজেও গুলিবিদ্ধ হন এবং তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরো পড়ুন: হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, যে বার্তা দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে এস.আই. নূর আলমকে। এ ঘটনার পর থেকে দিনাজপুরের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে।