জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালনের প্রতিবাদে শিক্ষার্থীদের মশাল মিছিল

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকার জাতীয় প্রেসক্লাবে পাকিস্তানের জাতির জনক মুহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালনের ঘটনায় উত্তাল হয়েছে খুলনা। এর প্রতিবাদে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে শহরের রাজপথে মশাল হাতে মিছিল করেছেন স্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবী—স্বাধীন বাংলাদেশে জিন্নাহর মতো একজন বিতর্কিত ব্যক্তির মৃত্যুবার্ষিকী পালন মুক্তিযুদ্ধের চেতনার সাথে প্রতারণার শামিল।
মশাল মিছিলটি নগরীর শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়, যেখানে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন করে আমরা ৫২ এবং ৭১-এর চেতনায় আঘাত করতে দেব না। আমরা ২৪-এর গণ-অভ্যুত্থান করেছি রাষ্ট্র থেকে সব বৈষম্য মুছে ফেলার জন্য, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কোনো আপস হবে না।
মিছিলের আয়োজকদের মধ্যে ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি এবং সরকারি ব্রজলাল কলেজের শিক্ষার্থীরা। তারা দাবি করেন, ঢাকার জাতীয় প্রেসক্লাবে এ ধরনের অনুষ্ঠান আয়োজন দেশের মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবমাননা।
এর আগে গত বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে মুহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী পালনের খবর প্রকাশিত হলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিতর্ক শুরু হয়। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট দিয়ে জনসাধারণের মতামত চাওয়া হয়, যেখানে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।
বক্তারা বলেন, স্বাধীন দেশে জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন মানে আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতি অবমাননা। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এ ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করার দাবি জানাই।