×

সারাদেশ

বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবরোধ

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০১ পিএম

বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবরোধ

ছবি: ভোরের কাগজ

   

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে অবরোধ কর্মসূচি পালিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা বামনডাঙ্গার আহ্বানে এ কর্মসূচিতে হাজার হাজার মানুষের ঢল নামে।

ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৫টা ৩৫ মিনিটে বামনডাঙ্গা এসে পৌঁছালে ছাত-জনতা ট্রেনটিকে অবরোধ করে দাবি আদায়ের লক্ষ্যে হাজার হাজার ছাত্র- জনতা বিক্ষোভ করতে থাকে।

এসময় সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম ও সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাবুর আলম স্টেশনে আসার পর ছাত্র-জনতা তাদের অবরুদ্ধ করে। পরে ওনারা ট্রেন বিরতির দাবিতে ছাত্র- জনতার সাথে একান্ততা ঘোষণা করেন। উপজেলা নির্বাহী অফিসার  নিজ উদ্যোগে রেলওয়ের সচিবসহ উচ্চ পদস্ত কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ অব্যাহত রাখেন। অপর দিকে বিক্ষোভ সমাবেশে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির ১ দফা দাবির ন্যায্যতা ও যৌক্তিকতা নিয়ে বক্তব্য রাখেন আন্দোলন কমিটির ছাত্র সমন্বয়ক মো. সাব্বির আহমেদ, আবু রায়হান, আশরাফুল ইসলাম আশিক, আমানুল্লা আমান, মেহেদী হাসান সেতু, রাসেল প্রামানিক, মেহেদী হাসান, রেজওয়ান খান রুদ্র, ফাহিম প্রামানিক প্রমুখ।

আরো পড়ুন: হুমকির মুখে রংপুর-মহিপুর-পাটগ্রাম মহাসড়ক

রাত ৯টার সময় উপজেলা নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলাম সমবেত ছাত্র- জনতার উদ্দেশ্যে  বলেন, মুঠোফোনে রেলওয়ের মহা পরিচালক সর্দার  শাহাদত আলী ট্রেনটির  যাত্রা বিরতির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার অফিসিয়াল ভাবে বিস্তারিত জানানো হবে। 

রেলওয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের প্রতিশ্রুতিতে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। আটকে পড়া বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি রাত ৯টা ৪৫মিনিটে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App