পাচার করার সময় সীমান্তে ৪০ প্যাকেট ধানবীজ জব্দ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ০৪:৪২ পিএম

রৌমারী বিওপি
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আবারো ৪০ প্যাকেট ধানবীজ জব্দ করেছে বিজিবি। সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে চোরাকারবারীরা বাংলাদেশ ও ভারত সীমান্তের ১০৬৩-৪ এস নং পিলার দিয়ে বিভিন্ন জাতের বোরো ধানবীজ পাচার করার সময় ধানবীজগুলো জব্দ করা হয়।
উপজেলার সদর ইউনিয়নের বোল্লাপাড়া-বেপারীপাড়া ও ভারতের মানকারচর থানার জোড়ডাঙা সীমান্ত ১০৬৩-৪এস নং পিলার দিয়ে পাচার করার সময় ২ কেজি ওজনের ৪০ প্যাকেট বিভিন্ন জাতের বীজ টহলরত বিজিবি সদস্যরা ধাওয়া করে জব্দ করেন। পরে ধানবীজগুলো রৌমারী শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা মাত্র।
এলাকাবাসীর অনেকেই অভিযোগ করে বলেন, ওই এলাকার কিছু অসাধু ব্যবসায়ীরা ডিজেল, সার ও কিটনাশক বিক্রির নামে ধানবীজ রৌমারী বাজারসহ বিভিন্ন বাজার থেকে গোপনে কিনে নিয়ে দোকানে জমা রাখে। পরে রাতের আধারে চোরাকারবারির কাছে বেশি দামে বিক্রি করে দেয়।
জামালপুর ৩৫ (বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল এস এম আজাদ ধান পাচারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শক্ত অবস্থানে আছি।