×

সারাদেশ

ফারাক্কা বাঁধের গেট খোলার পর রাজশাহীতে পদ্মার পানি ৪ সেন্টিমিটার বৃদ্ধি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৪:০৮ পিএম

ফারাক্কা বাঁধের গেট খোলার পর রাজশাহীতে পদ্মার পানি ৪ সেন্টিমিটার বৃদ্ধি

ছবি: সংগৃহীত

   

ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেয়ার পর রাজশাহীতে পদ্মা নদীর পানি ৪ সেন্টিমিটার বেড়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় রাজশাহী শহরের বড়কুঠি পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৩৪ সেন্টিমিটার, যা বুধবার সন্ধ্যার (২৮ আগস্ট) তুলনায় ৪ সেন্টিমিটার বেশি।

জানা গেছে, ভারতের মুর্শিদাবাদ ও মালদহ জেলার গঙ্গা নদীতে অবস্থিত ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছিল, যার মধ্যে রাজশাহী জেলাও অন্তর্ভুক্ত। গত ২৬ আগস্ট ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেয়ায় নদী চর ও নদী পাড়ের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পদ্মার চরে বসবাসরত অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে আসেন।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, গত সোমবার বিকেল ৩টায় পদ্মা নদীর পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩০ সেন্টিমিটার। এরপর থেকে বুধবার পর্যন্ত এই উচ্চতা অপরিবর্তিত ছিল। তবে বুধবার রাত থেকে পানি বাড়তে শুরু করে। বৃহস্পতিবার সকাল ৬টায় পানির উচ্চতা ১৬ দশমিক ৩২ সেন্টিমিটার রেকর্ড করা হয়, যা সকাল ৯টা এবং দুপুর ১২টায় ১৬ দশমিক ৩৩ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছায়। বিকেল ৩টায় সর্বশেষ পানির উচ্চতা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৩৪ সেন্টিমিটার।

পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, প্রতি বছর ফারাক্কার সব গেট খুলে দেয়া হয়, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পদ্মার পানি বিপদসীমার নিচে রয়েছে, তবে পানি আরো বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ

পদ্মার পানির বর্তমান উচ্চতা বিপদসীমার ১ দশমিক ৭১ মিটার নিচে থাকায়, আপাতত বন্যার আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ড।

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App