সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ১১:৫৪ এএম

ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার দায়ে মো. চাঁন মিয়া নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ৮ কোটি ৬ লাখ ৩২ হাজার ৯১১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের পাশাপাশি ২ কোটি ৭৬ লাখ ২২ হাজার ৯০১ টাকা সম্পদের তথ্য গোপনের কথা উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের নারায়ণগঞ্জের উপপরিচালক মঈনুল হাসান রওশনী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মঙ্গলবার সন্ধ্যায় বাদী নিজেই মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার বাসিন্দা চাঁন মিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে সম্পদ বিবরণী প্রদানের জন্য নোটিশ জারি করা হয়। এর প্রেক্ষিতে তিনি নিজের নামে যাবতীয় স্থাবর, অস্থাবর সম্পদ ও দায়-দেনার বিবরণসহ সম্পদ বিবরণী ২০২২ সালের ৭ জুন দুদকে দাখিল করেন। এতে তিনি মোট ১৩ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৯৭৬ টাকার সম্পদ প্রদর্শন করেন। কিন্তু দুদক চাঁন মিয়ার সকল রেকর্ড ও আয়কর নথি পর্যালোচনা করে তার মোট ১৬ কোটি ৪০ লাখ ৩৩ হাজার ৮৭৭ টাকার সম্পদ থাকার তথ্য পায়। ফলে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মো. চাঁন মিয়া ২ কোটি ৭৬ লাখ ২২ হাজার ৯০১ টাকা টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন বলে স্পষ্ট হয়।
এছাড়া সম্পদ বিবরণী অনুসন্ধানকালে আসামি মো. চাঁন মিয়ার পারিবারিক ও অন্যান্য ব্যয় ও ঋণ পরিশোধ পাওয়া যায় ৯ কোটি ১১ লাখ ৮৩ হাজার ৪৫ টাকা। সুতরাং তার মোট সম্পদের মূল্য দাঁড়ায় ২৫ কোটি ৫২ লাখ ১৬ হাজার ৯২২ টাকা। কিন্তু তার মোট প্রদর্শিত ও প্রাপ্ত গ্রহণযোগ্য আয়ের পরিমাণ পাওয়া যায় ১৭ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ১১ টাকা।
ফলে সম্পদ বিবরণী যাচাইকালে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের পরিমাণ পাওয়া যায় ৮ কোটি ৬ লাখ ৩২ হাজার ৯১১ টাকা। তদন্তকালে চাঁন মিয়ার আর কোনো সম্পদের খোঁজ পাওয়া গেলে সেটিও আমলে নেয়া হবে।
আরো পড়ুন: ফেনীতে ভয়াবহ বন্যায় পানিবন্দি লক্ষাধিক মানুষ
এ বিষয়ে ব্যবসায়ী মো. চাঁন মিয়া বলেন, আমি দুদকে দাখিল করা সম্পদের তথ্যে কোন কিছুই গোপন করিনি। গোপন করার মতো কোন সম্পদ আমি দেখছি না। আমার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে কিনা তাও আমি জানিনা। যদি মামলা হয়ে থাকে তবে আমি আইনি লড়াই করবো।