রামগতিতে শিশুসহ ৩ জনকে গলা কেটে হত্যা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১১:৫৬ পিএম

রামগতিতে শিশুসহ ৩ জনকে গলা কেটে হত্যা। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দুই শিশু ও এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিডু মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে।
হত্যায় জড়িত সন্দেহে মো. রিপন নামে একজনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
নিহতরা হলেন- সখিনা বেগম (৪০), তার ছেলে মাহিন ৬ ও নাতনি ফারিয়া আক্তার (৪)। পরে স্থানীয়রা ঘাতক মো. তারেককে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে।
জানা গেছে, সিডু মিস্ত্রির প্রথম সংসারের ছেলে তারেক, যিনি ঢাকায় থাকেন। দুইদিন আগে তিনি বাড়িতে আসেন। পারিবারিক নানা বিষয়ে কলহ চলছিলো তাদের। ঘটনার সময় প্রথমে সৎ মাকে গলা কেটে করে হত্যা করেন তারেক। ঘটনাটি দেখে ফেলায় ছোট ভাই ও ভাগ্নিকেও হত্যা করেন তিনি। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল যায়। স্থানীয়রা তারেককে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করে।
আরো পড়ুন: মামলা করতে এসে নিজেই গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ নেতা
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।