লুট হওয়া কমিউনিটি ব্যাংকের এটিএম বুথ উদ্ধার

মসিউর ফিরোজ, সাতক্ষীরা থেকে
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৮:৪৩ এএম

লুট হওয়া এটিএম বুথ উদ্ধার। ছবি: ভোরের কাগজ
কোটা সংস্কার আন্দোলনের জেরে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট তিনি পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এ ঘটনার পরপরই সারাদেশে সহিংসতা ও লুটপাট চালায় দুষ্কৃতিকারীরা। সাতক্ষীরায়ও এসময় লুটপাট ও সহিংসতা ছড়িয়ে পড়ে।
সাতক্ষীরার সদর থানা চত্বর থেকে লুট হয় পুলিশের কমিউনিটি ব্যাংকের এটিএম বুথ। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সহায়তায় মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার বিনেরপোতা থেকে এটিএম বুথটি উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত নজরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, ৫ আগস্ট সদর থানা থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের এটিএম বুথসহ বুথটিতে থাকা টাকা-পয়সা লুট হয়। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সহায়তায় এটিএম বুথটি আজ উদ্ধার করা হয়েছে। তবে বুথে থাকা টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। লুণ্ঠিত অর্থ ও লুটপাটকারিদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
আরো পড়ুন: যারা পুলিশকে দানব বানিয়েছে তাদের বিচার হবে
কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পিআরও ইয়াছিন নুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই সময়ে ইন্টারনেট সার্ভিস ভালো না থাকায় বুথটিতে বেশি টাকা থাকার কথা নয়। আমরা তদন্তের পরে বিস্তারিত বলতে পারবো।