×

সারাদেশ

ভারতে পালিয়ে মানবেতর জীবনযাপন করছেন রাজশাহীর মেয়র!

Icon

সাইদুর রহমান, রাজশাহী থেকে

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৫:১২ পিএম

ভারতে পালিয়ে মানবেতর জীবনযাপন করছেন রাজশাহীর মেয়র!

রাজশাহীর মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি: সংগৃহীত

   

শেখ হাসিনা সরকারের পতনের পরপরই সপরিবারে ভারত পালিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। জানা গেছে সেখানেও তিনি ভাল নেই। মানবেতর  মানবেতর জীবনযাপন করছেন। শুক্রবার (৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এমনটি দাবি করেন।

রাজশাহীবাসীর উদ্দেশে লিটন ফেসবুকে লিখেছেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি বিগত ২ মেয়াদে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছি। ২০২৩ সালের ২১ জুন তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়ে আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। রাজশাহী মহানগরীকে একটি সবুজ, পরিচ্ছন্ন, উন্নত, সর্বোচ্চ নাগরিক সুযোগ-সুবিধা সম্পন্ন বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমি দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি। সকলের আন্তরিক সহযোগিতায় আমি এই  নগরীকে কোথায় নিয়ে গেছি, সেটি আপনারাই বিচার করুন।

লিটন এসময় দাবি করেন, গত ৫ আগস্ট তার উপশহরের বাসভবনে অগ্নিসংযোগ ও নজিরবিহীন লুটপাট করা হয়। বাড়ির দরজা, জানালা, গ্রিল কোন কিছুই বাদ যায়নি আক্রমণ থেকে। বাড়িটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি বাড়ি থেকে একবস্ত্রে বের হয়ে গেছেন। বর্তমানে বাড়িছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছেন বলেও দাবি করেন তিনি ।

এর আগে সোমবার (৫ আগস্ট) রাতে রাজশাহী থেকে ভারতে পালিয়ে যান লিটন। শেখ হাসিনা সরকারের পতনের বিষয়টি বুঝতে পেরে আগের দিন রবিবার (৪ আগস্ট) স্ত্রী ও ছোট মেয়েকে ভারত পাঠিয়ে দেন তিনি। আর বড় মেয়ে আনিকা ফারিহা জামান অর্ণা ও তার স্বামী রেজভী আহমেদ ভূইয়া থাইল্যান্ডে পালিয়ে যান।

আরো পড়ুন: ঢাবির ৭ প্রভোস্টের পদত্যাগ

উল্লেখ্য, গত ৫ আগস্ট দুপুরে নগরীর আলুপট্টিতে আন্দোলরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ। একপর্যায়ে গুলিও চালানো হয় সাধারণ শিক্ষার্থীদের ওপর। ঘটনার সময় মেয়র লিটন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সেখানে উপস্থিত ছিলেন। তাদের নির্দেশেই হামলা ও গুলি চালানো হয় বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা। গুলি ও হামলায় ঘটনাস্থলে ৩ জন নিহত হন। ৩০ জন গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ৫০ শিক্ষার্থী। পরে রাজশাহী নগর ভবন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App