বেনজিরসহ দুর্নীতিগ্রস্ত পুলিশদের বিচারের দাবি পুলিশ সদস্যদের

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০২:৩০ পিএম

ছবি: সংগৃহীত
পুলিশ সংস্কারের ১১ দফা দাবি জানিয়ে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলার কর্মরত পুলিশ সদস্যরা। এসময় তারা বেনজিরসহ দুর্নীতিগ্রস্ত পুলিশদের গ্রেপ্তারের দাবি জানান।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে জেলা পুলিশ লাইনসের সামনে এ বিক্ষোভ করেন পুলিশ সদস্যরা। এতে অংশ নেয় জেলার অন্তত ১ হাজার পুলিশ সদস্য।
বিক্ষোভ চলাকালে তারা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ সদস্যদের ভাই-বোন, আত্মীয়-স্বজন অংশ নিয়েছেন। তাই পুলিশ সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন।
আরো পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়কে ডাকাতি, গণপিটুনিতে ডাকাতের মৃত্যু
তবে বাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের স্বার্থ হাসিলের জন্য এই আন্দোলনে পুলিশ সদস্যদের ব্যবহার করে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং অনেক পুলিশ সদস্য নিহত হয়েছে। তাই সকল পুলিশ সদস্যদের হত্যার সঙ্গে জড়িতদের বিচারের পাশাপাশি ১১ দফা বাস্তবায়নে কর্ম বিরতির চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।