কারাগার থেকে পালিয়েছে বন্দী, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৫:২৬ পিএম

কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। ছবি: সংগৃহীত
কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্রোহ, মুল ফটক ভেঙে পালিয়ে গেছে ৪০ থেকে ৫০ জন বন্দী। কারারক্ষীদের গুলি ছোড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে কোনো অস্ত্র বা অন্য কিছু লুটের ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
বুধবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটেছে। জেল সুপারের কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
কারা সূত্রে জানা গেছে, কুষ্টিয়ায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী জামিন পান। আজ দুপুর আড়াইটার দিকে বের হওয়ার কথা ছিল। তাদের সঙ্গে বের হতে হট্টগোল শুরু করেন কারাবন্দিরা। এসময় কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালান। তবে এর আগেই প্রায় অর্ধশত আসামি পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
জেল পলাতক একজন আসামিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় থেকে পিটিআই রোড ধরে কাস্টম মোড়ের দিকে যেতে দেখা গেছে। তিনি একটি মোটরসাইকেলে বসেছিলেন, মুখ বাধা ছিল গামছা দিয়ে।
জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, বিদ্রোহের ঘটনা হয়েছে। কয়েকজন বন্দী পালিয়েছে। পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।