×

সারাদেশ

পুলিশ সদস্যের হাত কামড়ে দেয়া ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৮:৩৫ পিএম

পুলিশ সদস্যের হাত কামড়ে দেয়া ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

গ্রেপ্তার মোহনপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শেখ হাবিবা।

   

রাজশাহীতে এক নারী পুলিশ সদস্যের হাত কামড়ে দেয়ার অভিযোগে এক নারী ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম শেখ হাবিবা (৩৫), তিনি মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মোহনপুর উপজেলা সদরে (বাজারে) ওই কনস্টেবলের সঙ্গে কোনো বিষয় নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে দুই নারী কনস্টেবলকে মারধর করে আহত করেন নারী ভাইস চেয়ারম্যান শেখ হাবিবা। এরপর তিনি এক কনস্টেবলের বাঁ হাতের কবজিতে কামড় দেন। আহত ওই দুই কনস্টেবল মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। তারা দুই জন মোহনপুর থানায় কর্মরত।

এই ঘটনার রাতে হাতে কামড় খাওয়া কনস্টেবল বাদী হয়ে মোহনপুর থানায় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শেখ হাবিবার বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।

আরো পড়ুন : নরসিংদী কারগার থেকে পালানো ৩৮৯ বন্দির আত্মসমর্পণ, ৩ জঙ্গি গ্রেপ্তার

রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম এরশাদ মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে তার বিরুদ্ধে থানায় মামলা হয়। এরপর বিকেলে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে সোলায়মান নামের এক এসআইয়ের ওপর হামলা চালিয়েছিলেন ভাইস চেয়ারম্যান হাবিবা। এছাড়া তার বিরুদ্ধে আরেক কনস্টেবলের ওপরও হামলার অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি বাকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খালেদা খাতুন এবং মোখলেসুর রহমানকে জনসমক্ষে লাঞ্ছিত করেন। হাবিবার বিরুদ্ধে আগে থেকেই চারটি মামলা ছিল।

হাবিবা রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের অনুসারী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ আসনের তৎকালীন সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে সরব ছিলেন তিনি। তখন তিনি নির্যাতনের শিকার হন। ওই সময় প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়। ২০২২ সালের জুলাইয়ে গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাভোগ করেন এই নারী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App