×

সারাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হাবিপ্রবি

Icon

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৮:০৪ পিএম

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হাবিপ্রবি

স্লোগানে উত্তাল হাবিপ্রবি ক্যাম্পাস। ছবি : ভোরের কাগজ

   

কোটাবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল অবস্থা বিরাজ করছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)। চলমান কোটা সংস্কারের দাবিতে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করছেন হাবিপ্রবি শিক্ষার্থীরা। এসময় তারা ঢাকা -দিনাজপুর মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন।

সোমবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে প্রধান ফটকে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা কোটা সংস্কারের আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কের উপর দিয়ে স্লোগান দিয়ে মিছিল করেন। মিছিলটি  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে ১ নং এবং ২ নং ফটক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন : ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষ: চিকিৎসা নিতে ঢামেকে ২২০ শিক্ষার্থী

সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই নাই’, 'মেধা যার মেধা যার, চাকরি তার চাকরি তার', 'চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার ' এসব স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে পুরো ঢাকা-দিনাজপুর মহাসড়ক। 

মিছিল শেষে শিক্ষার্থীরা প্রধান ফটক সংলগ্ন বটগাছের নিচে অবস্থান করে মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল ঢাকা দিনাজপুর মহাসড়কের যান চলাচল। এ সময় ঘটনাস্থলে পুলিশ এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু সে সময়ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন।

পুলিশের সাথে কথা বলা শেষে আবারো মহাসড়ক প্রদক্ষিণ করে বেলা সাড়ে ১২ মিছিলটি শেষ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, যতদিন কোটার  সঠিক সংস্কার হবে না ততদিন আন্দোলন চলবে। আমরা বৈষম্য কখনোই মেনে নিব না। আমরা চাই সকলে মেধার সঠিক প্রয়োগ করে চাকরি করুক।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App