×

সারাদেশ

খুলনা বিভাগীয় ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৬:০১ পিএম

খুলনা বিভাগীয় ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি

ছবি: ভোরের কাগজ

   

খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ২ সদস্যের সড়ক দুর্ঘটনার মিথ্যা মামলা নিষ্পত্তি ও সড়কে পুলিশী হয়রানি বন্ধের দাবীতে কর্মবিরতি পালন করছে সংঘটনটি। এছাড়া আগামী ১৬ জুলাই মামলার নিষ্পত্তি না করলে ১৭ জুলাই থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কঠোর কর্মসূচী ঘোষণার কথা জানিয়েছে সংঘটনের নেতৃবৃন্দ।

রবিবার (১৪ জুলাই) সকাল থেকে খুলনার খালিশপুরের তিনটি ডিপো পদ্মা-মেঘনা-যমুনা থেকে তেল নেয়া বন্ধ করে সড়কে ট্যাংকলরী রেখে প্রতিবাত সমাবেশের আয়োজন করে তারা। খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আয়োজনে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা জানান, ২০১৯ সালে খুলনার আড়ংঘাটা থানার শহীদের মোড় এলাকায় একটি মোটর সাইকেলে করে তিনজন পুলিশ যাচ্ছিল । একপর্যায়ে তারা দুর্ঘটনায় আহত হয়। এ ঘটনায় পুলিশ খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সদস্য আবদুর রহিম ও সাইদের নামে সড়ক দুর্ঘটনার মিথ্যা মামলা করে। নির্দোষ হওয়া সত্বেও তাদের বিরুদ্ধে মালাার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে কয়েক দফা কঠোর কর্মসূচী হাতে নেয় সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিবার মামলার নিষ্পত্তির আশ্বাস দেন পুলিশ ও জেলা প্রশাসন। গত ৫ বছরে কয়েকজন পুলিশ সুপার, জেলা প্রশাসক বদলী হলেও মামলার কোন নিষ্পত্তি করেননি। অবশেষে আজ (১৪ জুলাই) পূর্নদিবস কর্মবিরতি পালন করা হয়।

সংগঠনের সভাপতি এনাম মুন্সী জানান, আগামী ১৬ জুলাই মামলার নিষ্পত্তি না হলে জ্বালানি তেল সেক্টরের সকল সংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে ১৭ জুলাই থেকে দেশব্যাপী কঠোর কর্মসূচী হাতে নেয়া হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. এনাম মুন্সি। বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আলী আজিম, অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজু, পদ্মা, মেঘনা, যমুনা সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম কালু। লাইন সম্পাদক মো. এমদাদুল হক, সহ-লাইন সম্পাদক নুর খালিদ রাস্তি, শেখ সোলায়মান, সাংস্কৃতিক সম্পাদক ফিরোজ হাওলাদার, প্রচার সম্পাদক জুয়েল হাওলাদার, নির্বাহী সদস্য লাভলু হোসেন, সবুজ শেখ, মনসুর ব্যাপারী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App