খুকৃবিতে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

খুলনা ব্যুরো
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৫:২৪ পিএম

চবি: ভোরের কাগজ
বর্ণাঢ্য আয়োজনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) ১০ম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, কেক কাটা, বেলুন উড্ডয়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জাসহ নানা কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (১৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করে দিবসটি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী বিশ্ববিদ্যালয় । এরপর তার নেতৃত্বে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন উপাচার্য।
ড. আবুল কাসেম চৌধুরী তার বক্তব্যে বলেন 'দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে আস্থা তৈরিতে সক্ষম হয়েছে। জ্ঞান-বিজ্ঞানের প্রায় সব শাখার সমন্বয়ে বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গরূপ পাওয়ার পথে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যাবে।'
এ সময় আরো উপস্থিত ছিলেন খুকৃবির রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ার, খুকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম তানসেন ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।