×

সারাদেশ

স্পেন প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

Icon

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০২:৪৫ পিএম

স্পেন প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

ফেরদৌসী বেগম

   

যশোরের ঝিকরগাছায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে স্পেন প্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রবিবার (১৪ জুলাই) রাত ৩টায় ঝিকরগাছা উপজেলার নওয়ালী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ফেরদৌসী বেগম (৫০) ওই গ্রামের স্পেন প্রবাসী আলতাফ হোসেনের স্ত্রী।

এসময় তাদের কন্যা সন্তান জান্নাতী খাতুন (১১) ছুরিকাঘাতে আহত হয়। সে বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চুরি করতে এসে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এমন ধারণা করা হলেও ঘর থেকে কোন জিনিস খোয়া যায়নি।

নিহতের দেবর জুলফিকার আলী ভুট্টো জানান, রাতে রান্নাঘরের জানালার গ্রিল কেটে এক ব্যক্তি ঘরে ঢুকে। সে ছুরি চালালে ভাবী মারা যায়। পরে শিশুটি চিৎকার করলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, রাতে এক ব্যক্তি জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। এসময় তাকে দেখে ফেলায় ফেরদৌসী বেগমকে কানের নিচে ও বুকে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে ঘুমিয়ে থাকা বাচ্চার উপরেও ছুরি চালানো হয়। তার চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে আসলে ঘাতক পালিয়ে যেতে সক্ষম হয়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, চুরি করতে এসেছিল নাকি হত্যার উদ্দেশ্যেই এসেছিল বিষয়টি ক্লিয়ার না। বাচ্চার বক্তব্য অনুযায়ী ঘরে একজনই ঢুকেছিল। তবে ঘর থেকে কোন জিনিসপত্র খোয়া যায়নি। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে নাভারণ সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান বলেন, রাত সাড়ে তিনটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এসে ছুরিকাঘাতে নিহত নারীর রক্তাক্ত দেহ মেঝেতে পায়। এক থেকে দুইজন ব্যক্তি জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে। এখনো হত্যাকারীকে শনাক্ত করা যায়নি। আসামি ধরতে পুলিশ তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App