×

সারাদেশ

অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্য নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০১:৫৭ পিএম

অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্য নিহত

নিহত পুলিশ সদস্য মিজানুর রহমান

   

রাজবাড়ীতে ডিউটিরত অবস্থায় অটোরিকশার ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মিজানুর রহমান (৫৭)। ঘটনার পর অটোরিকশা চালককে আটক করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সদর উপজেলার বেথুলিয়া গ্রামের সড়কে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন রবিবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরো পড়ুন: আনোয়ারায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী সদর থানার ডিউটি অফিসার কামরুল আহমেদ জানান, শনিবার দিবাগত রাতে টহল টিমের সঙ্গে ডিউটিতে ছিলেন মিজানুর রহমান। বেথুলিয়া গ্রামে টিমটি গাড়ি থামিয়ে বসে ছিলো। তখন মিজানুর গাড়ি থেকে নেমে পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি দ্রুত গতির অটোরিকশা এসে সজোরে তাকে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে নেয়া হয় সদর হাসপাতালে। তবে অবস্থা বেগতিক দেখে তাকে পাঠিয়ে দেয়া হয় ফরিদপুর মেডিকেলে। তবে ভোরে সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

নিহত মিজানুর রহমানের মেয়ের জামাই মাসুদুর রহমান জানান, তার শ্বশুড় বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার কাপুড়িয়া সদরদি এলাকায়। তবে চাকুরির সুবাদে রাজবাড়ী সদর থানার ব্যারাকে থাকতেন। আর মাত্র ২ বছর পর অবসরে যাওয়ার কথা ছিলো তার।

দুই সন্তানের জনক তিনি। সন্তান ও স্ত্রী শিল্পী বেগম গ্রামের বাড়িতে থাকেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App