গোয়াইনঘাটে পিকআপে পিষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

নজরুল ইসলাম, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৩:৫৫ পিএম

ছবি : প্রতীকী
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ডি আই পিকআপে পিষ্ট হয়ে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্র উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আব্দুল মহল গ্রামের রহিম উদ্দিনের ছেলে জোবায়ের আহমদ (৮) ৷সে আব্দুল মহল মাদরাসার ছাত্র।
শনিবার (১৩ জুলাই) দুপুরে মাদরাসা ছুটি হওয়ার পরে বাড়িতে যাওয়ার পথে আব্দুমহল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। স্হানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সে শনিবারও মাদরাসায় গিয়েছিল। রাস্তা পারাপারের সময় অপরপ্রান্ত থেকে আসা ডি আই-পিক আপের নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
গোয়াইনঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুরতাহল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপটিকে জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক।
আরো পড়ুন : কর্ণফুলী পেপার মিলসে মধ্যরাতে আগুন