দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়ক নদী গর্ভে বিলিন, যান চলাচল বন্ধ

দেওয়ানগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৯:৩৫ এএম

দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়ক নদী গর্ভে বিলিন, যান চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জ-রাজিবপুর সড়কে প্রথম দফায় বন্যার পানির স্রোতে রাস্তা নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ায় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যস্ততম সড়কটি ভাঙ্গনের ফলে রাজিবপুর-দেওয়ানগঞ্জ-জামালপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে উপজেলার ৪টি ইউনিয়নসহ পার্শ্ববর্তী রাজিবপুরগামী যাত্রীরা।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনার পানি বৃদ্ধি পেয়ে সড়কের উপর দিয়ে স্রোত বয়ে যাওয়ায় সড়কের ওই অংশটি ধসে গিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে সরেজমিনে দেখা গেছে, উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল মহারানী ব্রীজ নামক স্থানে নির্মাণাধীন মহারানী ব্রীজের বিকল্প রাস্তা ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়েছে।
এ সড়ক দিয়ে প্রতিদিন পার্শ্ববর্তী রাজিবপুর উপজেলার হাজার হাজার মানুষসহ দেওয়ানগঞ্জ উপজেলার উত্তরে ৪টি ইউনিয়নের মানুষ যাতায়াত করে থাকে। এছাড়াও সড়কটিতে যাত্রীবাহি বাস, ট্রাক, মিনিবাস, পিকআপ, সিএনজিসহ শত শত ছোট বড় যানবাহন চলাচল করে। সড়কে ৫ দিন ধরে ধস নামায় চরম ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও যানবাহন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, জামালপুর দেওয়ানগঞ্জ থেকে সানন্দবাড়ী-রাজিবপুর সড়কটি খুবই গুরুত্বপূর্ণ।
মহারানী ব্রীজের বিকল্প রাস্তা ভেঙ্গে নদী গর্ভে বিলীন হওয়ায় উপজেলার ডাংধরা, চর আমখাওয়া, পাররামরামপুর, হাতিভাঙা ৪টি ইউনিয়নসহ রাজিবপুরবাসী চলাচলে চরম ভোগান্তিতে রয়েছে।
এ বিষয়ে জামালপুর ১ আসনের সংসদ সদস্য নুর মোহাম্মদ সাহেবকে অবগত করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী তোফায়েল আহাম্মেদ জানান, জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
আরো পড়ুন: পূর্বধলায় নারীর মৃতদেহের পাশ থেকে জীবিত শিশু উদ্ধার