চৌগাছায় জনপ্রতিনিধিরা সরাসরি মাদক ব্যবসায় জড়িত!

জিয়াউর রহমান রিন্টু, চৌগাছা যশোর থেকে
প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৭:৫৯ পিএম

ছবি: ভোরের কাগজ
যশোরের চৌগাছায় মাদক ব্যবসায় চিহ্নিত কয়েকজন মেম্বার সরাসরি জড়িত। যেহেতু এখন আমি তাদেরকে চিনি তাই সেই ইউনিয়নের চেয়ারম্যানরাও তাদেরকে চেনেন। তবে আমি এখানে তাদের নাম বলছি না। তাই মাদককে দমন করতে সকলকেই একসাথে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্যে এভাবেই বললেন চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী। এর কিছুক্ষণ পরে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানও তার বক্তব্যে সরাসরি ওসিকে সরাসরি সমর্থন করলেন। তিনি উপস্থিত ইউপি চেয়ারম্যানগনদের দৃষ্টি আকর্ষণ করে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।
এদিকে বক্তব্যের শুরুতে উপজেলা চেয়ারম্যান সভায় উপস্থিত বিজিবি প্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা জানি বিজিবি চাইলে সীমান্ত অতিক্রম করে একটি পাখিও এপাশ ওপাশ করতে পারবে না। তাহলে এতো ফেন্সিডিল আসছে কিভাবে? উল্লেখ্য হঠাৎ করেই উপজেলায় ফেন্সিডিলের বড় বড় চালানের সাথে খুচরা বিক্রিও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান। তার কথার সত্যতা যাচাইকালে স্থানীয়রা বলেন যশোর শহরসহ বিভিন্ন এলাকার তরুণ,যুবকসহ চেনা অচেনা মাদক সেবীদের অবাধ আনাগোনাই সেটি প্রমাণ করে।
এদিকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যাব, চৌগাছা থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি ফেন্সিডিলের বেশ কিছু চালানসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীদের একের পর এক আটক করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আইনের ফাঁক ফোকর দিয়ে জামিনে মুক্তি পেয়ে আবারো সেই পুরানো মাদক ব্যবসায় সক্রিয় হচ্ছে চিহ্নিত ব্যবসায়ীরা।
অতি সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া চিহ্নিত এক মাদক ব্যবসায়ী মুঠো ফোনে বলেন, আমার নামে ৭টা মামলা। যদি মাদক ব্যবসা না করি তাহলে মামলা চালানোর টাকা পাবো কোথায়?
তবে মাদক ব্যবসায়ী যেই হোক যতো শক্তিশালীই হোক না কেনো তার কোনো ছাড় নেই বলে জানিয়েছেন চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী। ওদিকে মাদকের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নিতে উপজেলায় বিজিবির বিভিন্ন সভায় উপস্থিত থাকতে চেয়েছেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা পরিষধের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন, প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, আনসার ভিডিপি কর্মকর্তা মমতাজ পারভিন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।