×

সারাদেশ

আদালত থেকে ফেরার পথে কলেজ অধ্যক্ষকে পিটিয়ে আহত

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০১:৫৯ পিএম

আদালত থেকে ফেরার পথে কলেজ অধ্যক্ষকে পিটিয়ে আহত

ছবি : সংগৃহীত

   

নাটোরে আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে এক কলেজ অধ্যক্ষকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। বুধবার (২৬ জুন) বিকেল চারটার দিকে শহরের অদূরে কালেকটর স্কুল রোডের হোসেনের আমবাগান নামক স্থানে এ ঘটনা ঘটে। হামলার শিকার অধ্যক্ষ বাবুল আক্তার (৪০) ও তার মোটরসাইকেলের চালক শাকিল হোসেন (৩২)। তারা নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

বাবুল আক্তার নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামে অবস্থিত বঙ্গবন্ধু টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ।

বাবুল আক্তারের বরাত দিয়ে তার কলেজের শিক্ষক মোস্তাফিজুর রহমান মোবাইল ফোনে জানান, কলেজটি নিয়ে আরেক অধ্যক্ষ সাইদুল ইসলামের সঙ্গে বিরোধ চলছে। এ নিয়ে একাধিক মামলাও চলমান রয়েছে। মামলাসংক্রান্ত কাজে আদালতে গিয়েছিলেন বাবুল আক্তার। আদালতের কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন তিনি ও তার মোটরসাইকেলের চালক চাচা শ্বশুর শাকিল হোসেন।

আরো পড়ুন : নবনির্বাচিত চেয়ারম্যানসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

নাটোর শহরের অদূরে হাচেনের আমবাগানে আসামাত্রই দুটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা পাঁচ থেকে সাত সন্ত্রাসী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে সন্ত্রাসীদের হাতে থাকা হাতুড়ি, পাইপ ও লোহার রড দিয়ে তাদের দুজনকে বেধড়ক পেটাতে থাকে। প্রাণ বাঁচাতে অধ্যক্ষ স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিয়ে ৯৯৯–এ ফোন দিলে কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। এই ফাঁকে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

বাবুল আক্তার অভিযোগে বলেন, ‘কলেজটি বেড়গঙ্গারামপুর গ্রামে প্রতিষ্ঠিত হলেও একই নামে গুরুদাসপুর পৌর সদরে পৃথক কলেজ প্রতিষ্ঠা করে সাইদুল ইসলাম সেখানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এ নিয়ে পরস্পরবিরোধী কমপক্ষে ১০টির বেশি মামলা উচ্চ ও নিম্ন আদালতে চলমান। এই মামলাগুলোর বেশির ভাগ রায় তার (বাবুল আক্তারের) পক্ষে রয়েছে। এ কারণে নামধারী অধ্যক্ষ সাইদুল ইসলাম তার ওপর ক্ষুব্ধ। তাকে হত্যা করতেই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। একটু সুস্থ হলে এ ঘটনায় মামলা করব।’

অভিযুক্ত অধ্যক্ষ সাইদুল ইসলাম বাবুল আক্তারের ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে বাসাতেই অবস্থান করছি। সন্ত্রাসী দিয়ে হামলা চালানোর অভিযোগটি সত্য নয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App