×

সারাদেশ

বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

Icon

চৌদ্দগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ১১:১৩ এএম

বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

ছবি : প্রতীকী

   

কুমিল্লার চৌদ্দগ্রামে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের মধ্যমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. ইলিয়াস এবং তার ছোট ভাই বাহার মিয়া। তারা উপজেলার চাঁন্দকরা গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জামিল রেজা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গা নিয়ে বড় ভাই ইলিয়াছের সঙ্গে ছোট ভাই বাহারের বিরোধ চলে আসছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। বুধবার সন্ধ্যায় এ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে। এসময় বাহার মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি ইলিয়াছকে কুপিয়ে জখম করে।

রক্তাক্ত অবস্থায় তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

আরো পড়ুন : রংপুরে এক দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

নিহত ইলিয়াছের চাচাতো ভাই আবদুল মান্নান জানান, দুই ভাইয়ের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিয়ে বুধবার সন্ধ্যায় দুই ভাই ঝগড়ায় লিপ্ত হয়। ক্ষিপ্ত হয়ে বাহার ধারালো দা দিয়ে বড় ভাই ইলিয়াছকে কুপিয়ে জখম করে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া বাহার একজন মাদকাসক্ত বলেও জানান তিনি। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, অভিযুক্ত বাহার মাদকাসক্ত। বসতভিটার বিরোধকে কেন্দ্র করে বাহার প্রায়ই ইলিয়াছের উপর হামলা করে। বুধবার সন্ধ্যায় বাহার আবারো ধারালো দা দিয়ে ইলিয়াছকে আঘাত করে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জামিল রেজা বলেন, ‘ইলিয়াছ নামের এক ব্যক্তিকে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে তার স্বজনরা। আমরা পরীক্ষা করে দেখি তিনি মারা গেছেন। তার পিঠে একাধিক ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।’ 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, বিষয়টি মুঠোফোনের মাধ্যমে তিনি জেনেছেন। পূর্ব বিরোধের জের ধরে ছোট ভাই বড় ভাইকে কুপিয়ে আহত করেছেন। কুমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ এখনো ভিকটিমের লাশ বুঝে পায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App