×

সারাদেশ

আল আমিন হত্যা মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

Icon

বাবুল আকতার, খুলনা ব্যুরো

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০৬:৫৭ পিএম

আল আমিন হত্যা মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আল আমিন হত্যা মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। ছবি: সংগৃহীত

   

খুলনায় মটরসাইকেল গ্যারেজ মালিক মো. আল আমিন বিশ্বাস হত্যা মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে গাফেলতির অভিযোগ এনে পিবিআই বা গোয়েন্দা পুলিশের তদন্তের দাবি জানিয়েছে নিহতের পরিবার। বুধবার (২৬ জুন) সকালে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নিহতের পরিবার। আর এ বিষয়ে পুলিশের তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর ত্রিদীপ কুমার মণ্ডল জানান, এজাহার ও প্রাথমিক তদন্ত নিয়ে তিনি কিছু জানেন না। কারণ এজাহার ও প্রাথমিক তদন্ত হওয়ার পর তিনি মামলার তদন্ত ভার পেয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত মো. আল আমিন  বিশ্বাসের বোন ফাতেমা খাতুন জানান, তার ভাই মো. আল আমিন বিশ্বাস (২৪) খুলনার কয়রা উপজেলায় মটরসাইকেল গ্যারেজের মালিক। তার পিতা আব্দুল কালাম বিশ্বাস সৌদি আরবে কাজ করেন। আর নিহতের ভাই কয়রার মালীখালী এলাকায় থাকেন। তার স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। 

তিনি বলেন, ‘গত ১ জুন তিনি সাতক্ষীরাতে গ্যারেজের মালামাল কেনার কথা বলে সে বাড়ি থেকে বের হন। ২ জুন খুলনার সিএন্ডবি কলোনীর একটি ছয়তলা বাড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় পুলিশ ঐ ভবনের ছাদ থেকে কয়রা মহেশরীপুর ইউনিয়নের কালিকাপুর এলাকার মজিবুর সানার পুত্র রিয়াছাদ (২২) এবং সিএন্ডবি কলোনী থেকে টুটপাড়ার সরকার পাড়া এলাকার মো. ইব্রাহিমের পুত্র মো. আশিক গাজীকে (১৮) গ্রেপ্তার করে। ৩ জুন এ ঘটনায় থানায় একটি কাগজে সই রেখে পুলিশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত শেষে আমাদের কাছে হস্তান্তর করে।’

ফাতেমা খাতুন বলেন, ‘পরে আমি জানতে পারি যে কাগজে আমাদের সই নেয়া হয়েছে সেটি মামলার এজাহার। কিন্তু আমাদেরকে এজাহার পড়তে দেয়া হয়নি সই করানোর আগে। পাশাপাশি নিহতের পরিবার হিসেবে আমাদের কোনো বক্তব্যও এজাহারে উল্লেখ করা হয়নি। আমরা পরে এজাহার দেখে জানতে পারি এই মামলায় শুধুমাত্র গ্রেপ্তার দুই জনকে আসামী করা হয়েছে। কিন্তু আমরা ঘটনাস্থলে গিয়ে ও আশপাশের মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি এই ঘটনায় আরো সন্ত্রাসীরা যুক্ত রয়েছে। এছাড়াও আমার ভাই ১ জুন তারিখ ৩ লাখ ১০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে মালামাল কেনার জন্য। পথে পূর্ব পরিচিত রিয়াছাদ তার বোনের বিয়ের কথা বলে আল আমিনকে খুলনায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে রিয়াছাদের কাছে থাকা ৪৫ হাজার টাকা ও আমার ভাইয়ের মোবাইলসহ মোট ২টি মোবাইলফোন উদ্ধার করে পুলিশ। কিন্তু এজাহারে এই কথা উল্লেখ করা হয়নি। মামলার জব্দ তালিকায় ৪৫ হাজার টাকার পরিবর্তে মাত্র সাড়ে ১২ হাজার টাকা দেখানো হয়েছে।’

আরো পড়ুন: মোটরসাইকেল ঠিক করে না দেয়ায় মেকানিককে গুলি করলো কনস্টেবল!

এছাড়া তিনি অভিযোগ করেন, মামলার দ্বিতীয় আসামী মো. আশিক গাজীর বয়স ১৮ দেখিয়ে তাকে মামলা থেকে দূরে রাখার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তা। তদন্ত কর্মকর্তাকে গত ২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত বার বার ফোন করা হলেও তিনি ফাতেমা খাতুন বা তার পরিবারের কারোরই ফোন ধরেননি। ২৫ জুন সোনাডাঙ্গা থানায় গিয়ে দেখা করলে তিনি বলেন, তিনি তার মোবাইল নম্বর পরিবর্তন করেছেন। তিনি আমাদের অভিযোগ নিয়েও কোন সঠিক উত্তর দিতে পারেননি।

এ অবস্থায় তারা এই হত্যা মামলাটির এজাহার পরিবর্তন ও মামলার পূর্ণ তদন্তের জন্য পিবিআই অথবা পুলিশের গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন ফাতেমা। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নিহত আল আমিন বিশ্বাসের পিতা আবুল কালাম বিশ্বাস, ফাতেমা খাতুনের স্বামী তরিকুল ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এ বিষয়ে এসআই ত্রিদীপ কুমার মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এজাহার ওনারা দায়ের করেছেন, এজাহার করার সময় আমি ছিলাম না। আমি মামলা রেকর্ড হওয়ার পরে তদন্তের দায়িত্ব পেয়েছি। সুতরাং এজাহার আসলে কে করেছে, কিভাবে করেছে আমি সেটা জানি না। এছাড়া তিনি বলেন, এই ঘটনার শুরুতে আমি ছিলাম না। অতএব প্রাথমিক তদন্তে কি কি জব্দ হয়েছে সেটিও আমি জানি না। আমি যেটি জব্দ হিসেবে তদন্তে এসে পেয়েছি সেটি জব্দ তালিকায় দিয়েছি। 

তিনি আরো বলেন, ‘আমি কিছু দিন আগে বগুড়া থেকে এসে এখানে যোগদান করেছি। এসেই আমি এই মামলার তদন্তের দায়িত্ব পেয়েছি। পুলিশের মামলার সফটওয়্যারে তার একটি  মোবাইল নম্বর ছিলো, যেটি তিনি ব্যক্তিগত কারণে বন্ধ রেখেছেন। এ কারণে মামলার কাগজে দেয়া মোবাইল নম্বরে তাকে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App