নীলফামারীতে ফেন্সিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৬:৩৯ পিএম

ছবি: ভোরের কাগজ
নীলফামারীতে র্যাবের অভিযানে ১৯৬ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ একজন শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-২ এর একটি অভিযানিক দল জেলার সদর উপজেলার উত্তরা ইপিজেড সংলগ্ন এলাকায় পাকা রাস্তার উপর একটি ইজিবাইক তল্লাশি করে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হলেন, সদর উপজেলার নেকবক্ত এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে মো. আজাহারুল ইসলাম (৬৪)।
র্যাব-১৩ রংপুর, সিপিসি-২, নীলফামারী জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারকারী আজাহারুল দীর্ঘদিন ধরেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য ফেন্সিডিল বহনকালে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১৯৬ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আরো পড়ুন: মিরসরাইয়ে নিখোঁজ যুবকের লাশ ভেসে উঠলো ফেনী নদীর তীরে
জানতে চাইলে, র্যাব-১৩ রংপুর, সিপিসি-২, নীলফামারী এর সিনিয়র সহকারী পুলিশ সুপার,( সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম ভোরের কাগজকে জানান, মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। ধ্বংস করে দিচ্ছে পরিবারগুলোকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুণ সমাজের প্রতি। এটিকে বন্ধের অভিপ্রায়ে র্যাবের মাদকবিরোধী অভিযান চলমান। এরই ধারাবাহিকতায় ১৯৬ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধারসহ একজন মাদক কারকারীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত এর বিরুদ্ধে নীলফামারী থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু দায়ের করেছে এবং গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে থানায় সোপর্দ করা হয়েছে।