
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৮:০৬ পিএম
আরো পড়ুন
মানসিক ভারসাম্যহীন হালিম নিখোঁজ, হন্যে হয়ে খুঁজছে পরিবার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৯:৫৭ পিএম

মানসিক ভারসাম্যহীন হালিম
হালিম হাওলাদার নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
গত শুক্রবার (২১ জুন) পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ার গরুরহাট সংলগ্ন তার মেয়ের বাসা থেকে নিখোঁজ হন তিনি। নিখোঁজ হালিম হাওলাদারের বাড়ি ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারীবুনিয়া গ্রামে। হারানোর সময় হালিমের পরনে দুটি লুঙ্গি ছিল।
যদি কোথাও সন্ধান পাওয়া যায়, তাহলে উল্লেখিত ফোন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে হালিমের পরিবার। ০১৩৩০৭৫৭১১০ শফিকুল ও ০১৭০৭৮১২৩৩৪ মাওলানা নাছির উদ্দীন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
মানসিক ভারসাম্যহীন হালিম নিখোঁজ, হন্যে হয়ে খুঁজছে পরিবার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৯:৫৭ পিএম

মানসিক ভারসাম্যহীন হালিম
হালিম হাওলাদার নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
গত শুক্রবার (২১ জুন) পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ার গরুরহাট সংলগ্ন তার মেয়ের বাসা থেকে নিখোঁজ হন তিনি। নিখোঁজ হালিম হাওলাদারের বাড়ি ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারীবুনিয়া গ্রামে। হারানোর সময় হালিমের পরনে দুটি লুঙ্গি ছিল।
যদি কোথাও সন্ধান পাওয়া যায়, তাহলে উল্লেখিত ফোন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে হালিমের পরিবার। ০১৩৩০৭৫৭১১০ শফিকুল ও ০১৭০৭৮১২৩৩৪ মাওলানা নাছির উদ্দীন।