×

সারাদেশ

বগুড়ায় ২ যুবককে কুপিয়ে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৪, ০৪:২৯ পিএম

বগুড়ায় ২ যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় ২ যুবককে কুপিয়ে হত্যা। ছবি: সংগৃহীত

   

বগুড়ায় ঈদের রাতে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তাদের এক বন্ধু। সোমবার রাত দেড়টার দিকে শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় এই জোড়া হত্যাকাণ্ড ঘটে বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান।

নিহতরা হলেন- দুদু মিয়ার ছেলে শরীফ (২৪) ও শফিকুল ইসলামের ছেলে রোমান (২৩)। তারা ওই এলাকারই বাসিন্দা।

নিশিন্দারা চকর পাড়া এলাকার আশরাফ আলী বলেন, ঈদের রাত দেড়টার দিকে তারা চকরপাড়া এলাকার একটি গলিতে গোলাগুলির শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর তারা বেরিয়ে দেখেন গলির মুখে শরীফ ও রোমানের মরদেহ পাশাপাশি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এ সময় তাদের বন্ধু হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত শরীফের বাবা দুদু মিয়া বলেন, ‘বাসায় রাতের খাবার খাওয়ার পরপরই কেউ একজন শরীফের মোবাইলে ফোন করে। এর পরপরই সে বাসা থেকে বেরিয়ে যায়। পরে এলাকায় গোলাগুলির শব্দ শুনে আমরা বাইরে গিয়ে দেখি ১৫-২০ জনের একটি দল শরীফ, রোমান ও হোসেনকে কুপিয়ে জখম করছে। পরে তারা ৩ জনকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।’

হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও শরীফ ও রোমানের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানান দুদু মিয়া। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনা তদন্তে পুলিশের বিভিন্ন ইউনিট মাঠে রয়েছে।

আরো পড়ুন: ‘আমাদের মতো গরু-বাছুরও না খেয়ে আছে’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App