ঈদের দিন ফেনীতে ৪টি মরদেহ উদ্ধার

সৈয়দ মনির আহমদ, ফেনী থেকে
প্রকাশ: ১৮ জুন ২০২৪, ০৮:৩১ এএম

ঈদের দিন ফেনিতে ৪টি মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত
ফেনীতে ঈদের দিনে পৃথক স্থান থেকে ৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিভিন্ন সময়ে শহরের মাস্টারপাড়া, এসএসকে সড়ক, চাড়িপুর ও শর্শদি থেকে মরদেহ ৪টি উদ্ধার করে পুলিশ।
পুলিশসহ বিভিন্ন সূত্রে জানাগেছে সোমবার বিকেলে ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায় ডোবা থেকে অজ্ঞাতপরিচয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা যায়, উদ্ধার হওয়া মরদেহটি ফেনী শহরের ভিক্ষুক সিরাজুল হকের ৮ বছর বয়সী প্রতিবন্ধী নাতি সাগর চৌধুরীর। সে গত ৫দিন ধরে নিখোঁজ ছিল। সিরাজুল ফেনী শহরের দাউদপুল ব্রিজ এলাকায় বসবাস করতেন।
ফেনী শহরের চাড়িপুর এলাকা থেকে শিরিনা আক্তার (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে। শিরিন বাগেরহাটের মোড়লগঞ্জের অলিউর রহমানের স্ত্রী।
এ ছাড়া সোমবার রাতে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের জাহানপুর এলাকায় সাইফুল ইসলাম (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। গ্রামবাসীদের তথ্যমতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি জাহানপুর এলাকার নিজাম উদ্দিনের ছেলে। মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
অন্যদিকে, শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ সংলগ্ন ড্রেন থেকে অজ্ঞাতপরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. সফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত ৪টি মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ সংক্রান্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।
আরো পড়ুন: বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন