শ্রীনগরে প্রবাসীর কৃষি জমি দখলের পাঁয়তারা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০১:১৭ পিএম

ছবি: ভোরের কাগজ
শ্রীনগর উপজেলার ষোলঘর মৌজায় অবস্থিত ঢাকার চকে ভেক্যু দিয়ে কৃষি জমি খননের পাশাপাশি ইতালি প্রবাসীর জমি দখলের পাঁয়তারা করায় থানায় অভিযোগ করা হয়েছে। গত ১২ জুন ভুক্তভোগী পরিবারের পক্ষে প্রবাসী অহিদুল ইসলামের বড় ভাই নজরুল ইসলাম বাদি হয়ে অভিযোগটি দায়ের করেন।
জানা যায়,৫৩ শতাংশ এই জমিটি ক্রয়সূত্রে মালিক হয়ে অহিদুল ইসলাম প্রায় ১৬ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে যাচ্ছেন।
কিন্তু ৯ জুন উত্তর পাশের জমির মালিক কাউকে কিছু না জানিয়ে ক্ষেতর আাইল থেকে ১০ হাত ভিতরে দখল নিয়ে বড় বড় পাকা পিলার গেড়ে দেয়।
আরো পড়ুন: কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে টাঙ্গাইলে নিহত ২
বিষয়টি জানার পর জোরালো প্রতিবাদের মুখে তারা পিলার তুলে নেয়।এর পর শুরু হয় আরেক অত্যাচার। ভেক্যু দিয়ে তাদের কৃষি জমি খনন করে প্রবাসীর জমির ওপর মাটি ফেলার পাশাপাশি মোটা পাইপ লাগিয়ে দেয়।
যাতে খননকৃত জায়গায় ড্রেজার দিয়ে বালু ভরাট করলে লোনা পানি প্রবাসীর জমিতে গিয়ে পড়ে।
ভুক্তভোগী পরিবার বিষয়টি শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনকে জানালে তিনি থানায় অভিযোগ দিতে বলেন। উপায়ন্তর না পেয়ে অবশেষে অহিদুল ইসলামের বড় ভাই থানায় অভিযোগ দায়ের করেন।
শ্রীনগর থানার ওসি আব্দুল্লা আল তায়াবীর বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।