নেত্রকোনায় ঘাস খেয়ে ২৬ গরুর মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২৪, ১২:০১ পিএম

ছবি : সংগৃহীত
নেত্রকোনার পূর্বধলায় ঘাস খেয়ে এক খামারির ২৬টি গরু মারা গেছে। গত দুদিনে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের তাহাযীদ এগ্রো ফার্মে এসব গরু মারা যায়। এছাড়া অসুস্থ হয়ে পড়েছে আরো কয়েকটি গরু।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানি ঈদ সামনে রেখে অর্ধশতাধিক গরু পালন করেছেন জহিরুল ইসলাম। খামারের পাশেই ঘাসের চাষ করেন তিনি। এসব ঘাস নিয়মিত খাওয়াতেন গরুগুলোকে। গত সোম ও মঙ্গলবার হঠাৎ গরু অসুস্থ হয়ে যায়। এর মধ্যে গত দুদিনে ২৬টি গরু মারা গেছে। আরো ১০-১৫টি গরু অসুস্থ হয়ে পড়েছে।
খামারের মালিক জাহিরুল ইসলাম জানান, ঘাস খাওয়ানোর পর গত শনিবার সন্ধ্যায় খামারের অনেগুলো গরু অসুস্থ হয়ে পড়ে। সব মিলিয়ে ২৬টি মারা গরু গেছে। এসব গরু কোরবানির সময় বিক্রির জন্য পালন করেছিলেন তিনি।
এ ব্যাপারে পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমএমএ আউয়াল তালুকদার জানান, বৃষ্টির সময় ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। ধারণা করা হচ্ছে, নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা গেছে। ঘাসের নমুনা সংগ্রহ করেছে প্রাণিসম্পদ বিভাগ। পরীক্ষা-নিরীক্ষার পর আরো বিস্তারিত জানা যাবে। মেডিকেল টিম মাঠে কাজ করছে। অন্য খামারের মালিকদেরও সর্তক করা হচ্ছে।
আরো পড়ুন : পশুর হাট নিয়ে সংঘর্ষ, পুলিশ সহ ১০ জন আহত