নির্বাচনে কারচুপির অভিযোগ, পুনঃনির্বাচন দাবি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৪, ১১:০২ পিএম

ছবি : ভোরের কাগজ
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ভোলার চরফ্যাশন উপজেলায় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী ও কণ্ঠশিল্পী ফিরোজ কিবরিয়া প্লাবন। এসময় তিনি পুনঃনির্বাচন দাবি করেছেন।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।। ৬ জুন চরফ্যাশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তৃতায় কিবরিয়া বলেন, চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শুরু থেকেই প্রার্থী জয়নাল আবেদীনের (মোটরসাইকেল) লোকজন স্থানীয় সংসদ-সদস্য আবদুল্লাহ আল জ্যাকবের প্রভাব কাজে লাগিয়ে আমাকে ও আমার কর্মী-সমর্থকদের ব্যাপক হুমকি-ধামকি দিয়ে আসছে। এমনকি আমার কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এ বিষয়ে আমি চরফ্যাশন থানায় বেশ কয়েকটি অভিযোগ করেছি।
তিনি বলেন, নির্বাচনের দিন অনেক কেন্দ্রে আমার এজেন্ট ঢুকতে দেয়া হয়নি। কোথাও কোথাও নির্বাচনের আগের রাতেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয়-ভীতি দেখানো হয়েছে। অনেক কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দেয়া হয়েছে। যা আমি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের বারবার জানিয়েছি।