×

সারাদেশ

ক্যান্সারে আক্রান্ত সেলিনা বাঁচাতে চান

Icon

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৭:৪১ পিএম

ক্যান্সারে আক্রান্ত সেলিনা বাঁচাতে চান

ছবি: ভোরের কাগজ

   

দুই বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত গৃহবধূ সেলিনা বেগম (৫২) চিকিৎসার অভাবে ভুগছেন।তার দরিদ্র পরিবারে রয়েছে দুটি সন্তান।  

সেলিনা বেগম তালা উপজেলার পাটকেলঘাটা এলাকার কৃষক মুনসুর খার স্ত্রী।বাবা এবং স্বামী হতদরিদ্র হওয়ায় সেলিনা বেগম বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন।

সেলিনা বেগম জানান, দীর্ঘ ২ বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত তিনি।এর আগে লোকের বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তিনি কাজ করতে পারছেন না। 

এলাকার স্থানীয় লোকজনের সাহায্য-সহযোগিতায় কোনভাবে তার সংসার চলছে।কিন্তু ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ার তার পরিবারের পক্ষে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।

সেলিনার স্বামী মুনসুর জানান, ২ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন স্ত্রী।তাদের ঘরে এক মেয়ে এবং এক ছেলে রয়েছে।তিনি কৃষক হলে ও স্ত্রী সেলিনা লোকের বাড়িতে কাজ করতেন। ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে সেলিনা বেগম কাজ করতে পারছেন না। 

ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার স্ত্রী সেলিনা। সহায় সম্বল বিক্রি করে চিকিৎসা করিয়েছে তিনি।এখন ভিটেমাটি ৩ শতক জমি ছাড়া আর কিছু নেই তার। 

বর্তমানে তার স্ত্রী ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলম ও ডা. মিজানুর রহমানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। 

কেমোথেরাপি ও অপারেশনের জন্য। এমন অবস্থায় তিনি তার স্ত্রী বাঁচাতে প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি। সহযোগিতার জন্য বিকাশ নম্বর: ০১৭৩২- ৫০০০৪২।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App