সাতকানিয়ায় পিকআপ ভ্যান চালককে গণপিটুনি দিয়ে হত্যা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৫:১৪ পিএম

মোহাম্মদ মহিউদ্দিন
একটা হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতে আবারো দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যাত্রীবাহী পিকআপ ভ্যান চালককে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম মোহাম্মদ মহিউদ্দিন (৩২)। গতকাল (বুধবার ২৯ মে) রাত ৭টার দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়ননের দক্ষিণ আমিলাইষ শাহ পারওয়াল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে, গত মঙ্গলবার (২৮ মে) বিকেলে উপজেলার ছদাহা মিঠার দোকান এলাকায় বকেয়া ১৭ টাকা পাওনাকে কেন্দ্র করে মোহাম্মদুল হক (৩৩) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ নিয়ে উপজেলায় দুই দিনে ২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ এ দুটি হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে গ্রেপ্তার করার তথ্য জানাইনি।
এদিকে নিহত মোহাম্মদ মহিউদ্দিন সাতকানিয়ার উত্তর ছদাহার সরদারপাড়া এলাকার আলী আহমেদের ছেলে। জানা যায়, গত বুধবার রাত সাতটার দিকে উপজেলার আমিলাইষের শাহ পারওয়াল এবতেদায়ী মাদ্রাসা ভবনের ভিতর থেকে কয়েকজন ব্যক্তি ধানের বস্তা যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানে তুলছিলো। গাড়ির চালক পাশে রেজাউল করিম প্রকাশ প্রফেসারের দোকানে বসা ছিলো।
আরো পড়ুন: নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
এ সময় স্থানীয় বাসিন্দারা ধান চোর ধান চোর বলে ডাক দিলে যারা গাড়িতে ধান তুলছিলো তারা পালিয়ে গেলেও চালক মোহাম্মদ মহিউদ্দিনকে লোকজন আটক করেন। পরে ধান চোর সন্দেহে মহিউদ্দিনকে স্থানীয় লোকজন গণপিটুনি দেন। রাত সাড়ে ১২টার দিকে জরুরী সেবা ৯৯৯- এর কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হন। এরপর গুরুতর আহত মহিউদ্দিনকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন। এরপর বৃহস্পতিবার সকালে মহিউদ্দিনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মোহাম্মদ মহিউদ্দিনের বাবা আলী আহমেদ বলেন, গত মঙ্গলবার রাতে কে বা কারা আমার ছেলে মহিউদ্দিনকে ধানের ভাড়া নেয়ার কথা বলেছিলো। পরের দিন গত বুধবার সকালে সে ধানের ভাড়া টানার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে ফিরে আসার সময় বাজার করে নিয়ে আসারও কথা ছিলো। ছেলেটি মাত্র ২৩ দিন আগে বিয়ে করেছে। সে চোর নয়। যারা তাকে ভাড়া করে নিয়েছিলো তারাই হয়ত চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন।
আমিলাইষ ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য লোকমান হাকিম বলেন, গত চারদিন আগে ওই এলাকায় ধান চুরি হয়েছে বলে শুনেছি। বুধবার সন্ধ্যায় কয়েকজন লোক পিকআপ ভ্যান নিয়ে ধান চুরি করতে এসেছিলেন এমন অভিযোগে স্থানীয় লোকজন চোর শব্দে ডাক দেয়। ডাক শুনে চোরের দলের সদস্যরা পালিয়ে যান। ওই সময় একজনকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দিলে মহিউদ্দিন নামের লোকটি মারা গেছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, কয়েকদিন আগেও ওই এলাকা থেকে ২০ বস্তা ধান চুরি হয়। গত বুধবার রাতে একই এলাকা থেকে চোরের দল পাঁচ বস্তা ধান পিকআপ ভ্যানে তুলে নিয়ে ছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে চোর ডাক শুনে চোরের দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও স্থানীয় লোকজন মহিউদ্দিন নামের একজনকে আটক করেন। এরপর গণপিটুনির শিকার হয়ে তিনি নিহত হয়েছেন।